সূচীপাড়া উত্তর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী, সেটি ডাকাতিয়া নদী নামে সকলের কাছে পরিচিত। এ নদিতে বর্ষা এল জেলেরা জাল পেলিয়ে মাছ দরে এবং মানুষ জন নৌকায় ভ্রমনকরে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এ নদিতে ছোট বড় অনেক লঞ্চ, ইষ্টিমার ও ছোট বড় অনেক নৌকা।
এই নদী টি দেখতে চাইলে আসার মাধ্যম: দোয়াভাঙ্গা থেকে মোটরসাইকেল অথবা সিএনজি করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস